Spread the love

প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এফআইআর খারিজ মামলার শুনানি আজ?

নিজস্ব প্রতিনিধি, 

এবার সুবিচার চাইতে কলকাতা হাইকোর্টের দারস্থ একদা বহু চর্চিত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়  হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি  মামলাকারীরা বিচার চাইতে তাঁর এজলাসে হাজির হতেন। সেই প্রাক্তন বিচারপতিই বিচার চাইতে কলকাতা হাইকোর্টে গেলেন। গত ৫ মে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন।সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন। বিচারপতি জয় সেনগুপ্তের  এজলাসে আজ অর্থাৎ  মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রের খবর। মামলার আবেদন বিজেপি প্রার্থী জানিয়েছেন , -‘ এফআইআর হওয়ায় তাঁর নির্বাচনী প্রচারে  সমস্যা হচ্ছে। তাই দ্রুত এফআইআর খারিজ করা হোক’।তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরিহারাদের একাংশ  অনশন চালাচ্ছিলেন। গত সপ্তাহের শনিবার সেই কর্মসূচিস্থলের সামনে দিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মিছিল থেকে শুভেন্দুদের উদ্দেশে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে বিজেপি সমর্থকরা তেড়ে যান। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চেয়ার, টেবিল ভাংচুর হয়।ওই ঘটনার পরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাংচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অস্ত্র আইনেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এফআইআরে উল্লেখ করা হয়, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ররোচনায় এই হামলা করা হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ।আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে প্রাক্তন বিচারপতির আবেদন করা মামলা টির শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *