প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন, বীরভূমে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা এশিয়ার মুক্তি সূর্য শ্রীমতি ইন্দিরা গান্ধীর ৩৯ তম প্রয়াণ দিবস। উল্লেখ্য ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর বুধবার আততায়ীর গুলিতে নিহত হন।বীরভূম জেলা কংগ্রেস ও তাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়।এদিন বীরভূম জেলার সিউড়ি বড় মসজিদ মোড়ে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় কংগ্রেস ও শ্রমিক সংগঠনের দলীয় কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন বীরভূম জেলা আই এন টি ইউ সি সভাপতি মৃণাল কান্তি বসু ।এছাড়াও কংগ্রেস নেতৃবৃন্দ হিসেবে ছিলেন রথীন সেন, সৈয়দ মুশিদ আলী, বিবেকানন্দ সাও, মাস্টার জন মশি, অসীম মুখার্জি, চঞ্চল চ্যাটার্জী, বাবর আলী, ইসরাফিল শেখ, জামাল আহমেদ, আজাদ শেখ, প্রসেনজিৎ সেন, সাধন দাস, আশীষ সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ। অনুরূপ ভাবে দিনটি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাঁইথিয়া, নলহাটি,রামপুরহাট, বোলপুর সহ জেলার বিভিন্ন স্থানে পালিত হয় বলে খবর পাওয়া গেছে।