সাধন মন্ডল,
আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিকের দায়িত্ব নিয়ে বাঁকুড়া এসেছিলেন অরুণাভ মিত্র। এসেই তাঁর পূর্বসূরির গড়ে যাওয়া মিডিয়া ফ্রেণ্ডলি পরিবেশকে তয়আরো দৃঢ় করেছেন শুধু নয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের সংবাদ আদান-প্রদানে সেতুর কাজটি গুছিয়ে করছিলেন। নিজে সুকন্ঠের অধিকারী এক গুণী সঙ্গীত শিল্পী হওয়ায় জেলার সংস্কৃতিকর্মীদের সঙ্গেও ছিল সুসম্পর্ক। জেলার বরেণ্য সন্তান বিশ্বখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়, শিল্পী যামিনী রায় ও রামকিঙ্কর বেইজের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের প্রতিকৃতি স্থাপন করেছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে। রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন ও প্রয়াণ দিবস উদযাপনে জেলা প্রেসক্লাবের আয়োজনে সহযোগিতা করেছেন একজন দায়িত্বশীল আধিকারিক হিসেবে। সরকারি নিয়মে পদন্নোতির ফলে “নবান্নে” চলে গেলেন আরো বড় দায়িত্ব নিয়ে। আজ দুপুরে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে অরুণাভ মিত্রকে বিদায়ী শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, সভাপতি সুনীল দাস, সাংবাদিক অনিরুদ্ধ সরকার ও সৌরভ বসু। একই সঙ্গে তাঁরা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান তাঁর স্থলাভিসিক্ত জেলা আধিকারিক গণেশ হাঁসদাকে।