শুভ ঘোষ,
শুরু হয় এক কঠোর কর্মকাণ্ড। বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য উৎসর্গ করে তাদের কাজ। উদ্দেশ্য একটাই মানুষের জন্য কাজ করে যাওয়া।সংস্থাটির নাম FPAI( –). সংস্থা আজ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতার ব্রাঞ্চ ম্যানেজার সুপ্রতিভ মজুমদার এবং সংস্থার সভাপতি ডক্টর চিন্ময় ঘোষ। সংস্থার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকার্য পরিচালনা করা। শুধু ভারতবর্ষে নয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই সংস্থার কাজ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এদের কার্যকলাপ চোখে পড়ার মত। আয়লা থেকে আমফান দুর্যোগে ভারতবর্ষের প্রতিটা জায়গাতেই তারা মানুষের উদ্ধার কাজে সামিল হয়েছে। এই সংস্থার কলকাতা ব্রাঞ্চের প্রেসিডেন্ট জানান সংস্থার কর্মীরা উদ্ধার কাজে। প্রাকৃতিক দুর্যোগ উদ্ধার কাজ করে চলেছে। প্রসঙ্গতে উঠে আসে সুন্দরবনের কথা। সংস্থার কর্তৃপক্ষ চান যে এরকম অঞ্চলগুলোতে আরো বিশেষ করে ধ্যান এই সংস্থার সদস্যরা আরো ভালো করে পালন করেন। আজও সুন্দরবনের মানুষ সমতল থাকে।ক্ষেত্রেই তাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে এইসব অঞ্চলে কি ভয়াবহ রূপ ধারণ করে তারও ব্যাখ্যা করা হয় এই অনুষ্ঠানে। সে প্রান্তিক মানুষগুলোর জন্য তারা আরো কিছু করতে চায়। ম্যানেজার সুব্রতিক মজুমদার বলেন প্রত্যেক সংস্থায় কিছু না কিছু কাজ করে চলেছে তবে এই ধরনের কাজ করে যাওয়া খুবই দুঃসাধ্য।সভাপতি ডঃ চিন্ময় ঘোষ বলেন ভারতবর্ষে এই ধরনের প্রতিটি মানুষের জন্য কাজ করতে। কিন্তু ক্ষুদ্র পরিসরে এই সংস্থা কাজ করছে। আগামী দিনে আরো বৃহৎ পরিসরে কাজ করবে । তারা সব সময় কাজ করবে বলে উল্লেখ করেন সুপ্রতীভ মজুমদার।