প্রয়াত হলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুধেন্দ্রনাথ মল্লিক

পারিজাত মোল্লা ,
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও কবি সুধেন্দ্রনাথ মল্লিক বয়সজনিত কারণে মারা গেলেন। কলকাতার নিউটাউনে এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এদিন দুপুরে সুধেন্দ্রবাবু (৯০) মারা যান।তিনি পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের নাতি ছিলেন । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে তাঁর পৈতৃক ভিটা রয়েছে। থাকতেন কলকাতার লেকটাউনে।কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ছিলেন একদা।তাঁর সাহিত্যচর্চা ছিল নিয়মিত,বেশ কয়েক টি বই রয়েছে তাঁর । ‘বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’ কালজয়ী কবিতার কবি কুমুদ রঞ্জন মল্লিকের ট্রাস্টের অন্যতম কর্মকর্তা ছিলেন। প্রতি বছর ৩ রা মার্চ কোগ্রামে মধুকর প্রাঙ্গণে কুমুদ সাহিত্য মেলার ‘অভিভাবক’ ছিলেন তিনি। প্রয়াত প্রাক্তন বিচারপতি সুধেন্দ্রনাথ মল্লিকের ভাগ্নী সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় জানান -” নিকটাত্মীয় কে হারিয়ে আমরা শোকাহত “। কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান -” হাইকোর্টের উনার বেশ কয়েকটি মামলায় রায়দান চমকপ্রদ আছে”।

Leave a Reply