সেখ মিলন (ভাতাড়,পূর্ব বর্ধমান) প্রয়াত হলেন প্রবীণ তৃণমূল নেতা পরেশনাথ চক্রবর্তী। ৮৬ বছরের বর্ষিয়ান তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া ভাতার ব্লক জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বামশোর গ্রামের বাসিন্দা পরেশ বাবু। শিক্ষকতার পাশাপাশি কংগ্রেসের সময়কালে কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বর্তমানে ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসের অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা গেছে পরেশ বাবুকে। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা পালন করেছেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন পরেশবাবু। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে তিনি শয্যশায়ী ছিলেন। শনিবার ভোর রাত্রে বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর ছড়াতেই ভাতার ব্লক জুড়ে নেমে আসে শোকের ছায়া। দুঃসংবাদ পেয়েই বাড়িতে ছুটে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন যথাযথ মর্যাদায় মরদেহ ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে আনা হয়। শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাতার বাজারে হাজির ছিলেন। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ বলেন, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ অভিভাবকহীন। তৃণমূল কর্মীদের কাছে আজ একটি মর্মাহত দিন । পরেশ বাবুর আদর্শকে সামনে রেখে সামনে পথ চলার বার্তা দেন ব্লক সভাপতি। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াত পরেশ বাবুর আত্মার শান্তির কামনা করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, যুবনেতা শান্তনু কোনার, তৃণমূল নেতা অশোক হাজরা সহ অন্যান্য নেতৃত্বরা ।

Leave a Reply