প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম দিবস পালন,জাতীয় কংগ্রেসের উদ্যোগে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আজ ১৯শে নভেম্বর, শনিবার বিশ্ব বরেণ্য ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্ম দিবস পালিত হয় সমগ্র দেশের পাশাপাশি বীরভূম জেলার ও বিভিন্ন স্থানে।এই উপলক্ষে সিউড়ি মসজিদ মোড়ে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত নেতৃত্বগন তাদের বক্তব্যের মাধ্যমে ইন্দিরা গান্ধীর জীবন ও রাজনৈতিক বৃত্তান্ত নিয়ে আলোকপাত করেন।ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।জন্ম ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর, রাজনীতি পরিবারে।১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বহির্বিশ্বের সবচেয়ে বেশি আন্তরিক ছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শান্তিনিকেতনে পড়াশোনা করেন। মায়ের অসুস্থতার কারণে পড়াশোনা অর্ধসমাপ্ত অবস্থায় ছেড়ে যেতে হয়।শান্তিনিকেতনে পড়াশোনা কালীন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম দেন প্রিয় দর্শীনি।তিনি একটানা ১৯৬৬ থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর আততায়ীর গুলিতে প্রাণ হারান।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি ও জেলা আই এন টি ইউ সি র সভাপতি মৃণাল কান্তি বসু, সহসভাপতি পুলক রায়, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী,সিউড়ি শহর কংগ্রেসের সভাপতি মুরেশদ রেজা প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply