প্রয়াত দুই কংগ্রেস নেতার স্মৃতিতে রক্তদান শিবির সিমলাপালে।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:- দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী তথা প্রয়াত জাতীয় কংগ্রেস নেতা শ্রী বীরেন মহান্তি ও শ্রী কল্যানি প্রসাদ সিংহ চৌধুরীর ৪২তম প্রয়ান দিবস উপলক্ষে সিমলাপাল ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এবং বাঁকুড়া জেলা যুব কংগ্রেস কমিটি-র সহযোগিতায় ৪০ তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির* অনুষ্ঠিত হলো আজ বুধবার সিমলাপালে। এটি জেলার প্রাচীন রক্তদান শিবির। এখানে উল্লেখ্য আজ থেকে ৪০ বছর আগে পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় দক্ষিণ বাঁকুড়ার এই দুই কংগ্রেস নেতার মৃত্যু হয় তাদের স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথম রক্তদান শিবির শুরু হয় যা ধারাবাহিকভাবে আজও চলেছে
আজকের রক্তদান শিবিরে উপস্তিত ছিলেন সিমলাপাল ব্লক কংগ্রেস সভাপতি শ্রী রঞ্জিত কুমার চঁন্দ ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা বাঁকুড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি ও রাজ্য কিষান কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী সৌমেন পাল । এদিন এলাকার প্রায় ৩৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তগুলি সংগ্রহ করে খাতড়া মহকুমা ব্লাড ব্যাংক।










