প্রধান শিক্ষিকার অবসরগ্রহণ উপলক্ষে সংর্বধনা, দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের তিলেডাঙ্গাল হাজী গোলাম মোহাম্মদ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাসবক্সী মিত্রের অবসরগ্রহণ উপলক্ষে বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সংর্বধনা প্রদান করা হয় স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয় সূত্রে জানা যায় যে, ২০০৩ সালের ৬ ই সেপ্টেম্বর শুভসূচনা তথা পথচলা শুরু হয় তিলেডাঙ্গাল হাজী গোলাম মোহাম্মদ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের।বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই মুখ্য সম্প্রসারিকা অর্থাৎ প্রধান শিক্ষিকা পদে আসীন ছিলেন কৃষ্ণা দাসবক্সী মিত্র।আজ ৩১ শে জানুয়ারি বুধবার তার অবসরগ্রহণ উপলক্ষে সংর্বধনা প্রদানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষিকার কর্ম জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন।উপস্থিত ছিলেন তিলেডাঙ্গাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবরাজ রায় ,বিদ্যালয় কমিটির সদস্য সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন।

Leave a Reply