প্রধান শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা কমিটির ডাকে জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে সিউড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার। এরপর জেলা বিদ্যালয় পরিদর্শক এর নিকট তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।দাবি ছিল যে,জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষক সহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ।স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ভাতার ব্যবস্থা করা। এদিন সংগঠনের পক্ষ থেকে প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে মিছিল সংগঠিত করে এবং বিক্ষোভ প্রদর্শন করে সিউড়িতে, জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে। একান্ত সাক্ষাৎকারে আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ভরত পাল।

Leave a Reply