প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাইপুরে ।
শুভদীপ ঋজু মন্ডল
রাইপুর দক্ষিণ চক্রের বাঁধগোড়া নবগঠিত প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অসিত কুমার মিদ্যা মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার ।এই উপলক্ষে একটি সম্বর্ধনা সভার আয়োজন করেছিল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিত মল্লিক, বিশিষ্ট সমাজসেবী স্বপন করন, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা, বিশিষ্ট শিক্ষক গৌতম কর্মকার ,অনির্বাণ দে ,জগবন্ধু মন্ডল, শিক্ষক নেতা বাপ্পাদিত্য মন্ডল, দক্ষিণ চক্রের শিক্ষাবন্ধু রীনা চট্টোপাধ্যায়, শিক্ষক প্রদীপ ফৌজদার সহ এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রীরা । বিদায়ী শিক্ষকের কর্মজীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয়ের কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিশুরা নৃত্য ও সংগীতের মাধ্যমে বিদায় জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা দে মিদ্যা বলেন আমাদের প্রধান শিক্ষক অবসর নেওয়ায় আমরা আমাদের অভিভাবককে হারালাম উনি যেভাবে বিদ্যালয় পরিচালনা করতেন তাতে আমরা একটি বটগাছের ছায়ায় ছিলাম। এবার আমাদের নিজদায়িত্বে বিদ্যালয় পরিচালনা করতে কষ্ট হবে তবে উনার নিয়মানুবর্তিতা , শৃঙ্খলা বোধ ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা আমরা বজায় রাখার চেষ্টা করব ওনার আশীর্বাদ কামনা করি ।সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক সৌমেন পাত্র।