১৫ আগস্ট ২০২৩ প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে এবং সংগীত নাটক একাডেমীর, দিল্লী-র সহায়তায় অনুষ্ঠিত হয় মেরি মিট্টি, মেরি দেশ – হর ঘর তিরাঙ্গা। দেশ মাতৃকার প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পীরা দেশাত্মবোধক গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানান দেশ মাতাকে। উপস্থিত সকলে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন দেশকে সুরক্ষিত এবং সুন্দর রাখার। সংস্থার দুই সদস্য ঋদ্ধি ভট্টাচার্য এবং অস্মিতা সাহা তাদের বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা ও কল্পনা দত্তের প্রতি। দেশের প্রতি স্বাধীনতা সংগ্রামীদের ভালোবাসা এবং ভারত মাতার মুক্তিতে নিজেদের জীবন উজার করে দেওয়ার যে ইতিহাস তা সুচারুভাবে উপস্থাপিত হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের স্বাধীনতায় যোগদানকারী বাংলার স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম দাশরথী তা-র ভাতুষ্পুত্র গৌতম তা মহাশয়। তিনি স্বর্গীয় দাশরথী তা-র সংগ্রামের কাহিনী ও ভারতবর্ষের স্বাধীনতায় তাঁর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দেশাত্মবোধক গান, লোকনৃত্য, নাটক, আবৃত্তি ও যন্ত্রাণুসঙ্গীত পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা। প্রত্যেকের উপস্থাপনাতেই গভীরভাবে ফুটে ওঠে দেশ মাত্তৃকার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক শিল্পকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। ‌ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত শিল্পী এবং দর্শকদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে জাতীয় পতাকা এবং গাছের চারা। ১০০ টি জাতীয় পতাকা ও চারা বিতরণের মধ্য দিয়ে দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হন উপস্থিত সকলে। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্ত হয় গৌরবময় ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন।

Leave a Reply