প্রতিবন্ধী সহায়ক যন্ত্র প্রদান মেমারি ১ ব্লক অফিসে

সেখ সামসুদ্দিন, ২৮ অক্টোবরঃ প্রাক্তন সাংসদ সুনীল মন্ডলের উদ্যোগে এলিমকো ও আইওসিএল পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ের সিএসআর কার্যক্রমে আর্থিক সহযোগিতায় মেমারি ১ সমষ্টি উন্নয়ন অফিস ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক যন্ত্র ও সরঞ্জাম বিতরণ শিবির করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুনীল কুমার মন্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, কৃষি কর্মাধ্যক্ষ সমীরন মজুমদার, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, জয়েন্ট বিডিও অনন্যা বেরা সহ আইওসির অফিসারবৃন্দ প্রাক্তন সাংসদ ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ জানান মেমারি ১ মেমারি ২ ও মন্তেশ্বর ব্লকের কিছু অংশের মানুষকে এখান থেকে ই- ভেহিক্যাল, ট্রাই সাইকেল, হুইল চেয়ার সহ অন্যান্য প্রতিবন্ধী সহায়ক যন্ত্র প্রদান করা হয়। আগামী ৩১ তারিখে মন্তেশ্বর ব্লকের অফিস থেকে ওই এলাকার বাকি মানুষদের এই সহায়ক যন্ত্র বিতরণ করা হয়। মেমারি ১ ব্লকের ৮৪ জন, মেমারি ২ ব্লকের ১৩৬ জনকে দেওয়া হবে। মেমারি ১ ও ২ ব্লকের ৫৪ জনকে দেওয়া হবে ৮০ হাজার টাকা মূল্যের মটর ভেহিক্যাল, মন্তেশ্বর ব্লকের ৮৪ জনকে জন মটর ভেহিক্যাল দেওয়া হবে। ট্রাই সাইকেল মেমারির দুই ব্লকের ১০০ এবং মন্তেশ্বরের ২০০ জনকে দেওয়া হবে। এর বাইরেও হুইল চেয়ার সহ অন্যান্য সহায়ক যন্ত্র দেওয়া হবে বলে জানা যায়।

Leave a Reply