সেখ সামসুদ্দিন ,
বিশেষভাবে সক্ষমদের দাবি আদায়ে অবস্থান বিক্ষোভ, শামিল সব দল তবে নেই রাজ্যের শাসক দল তৃণমূল। চিকিৎসা ও তাদের শারীরিকভাবে কর্মক্ষম করে তোলার প্রতিষ্ঠানটি কলকাতা থেকে সরিয়ে অন্যত্রে নিয়ে যাওয়ার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। গত শুক্রবার বনহুগলিতে এই সংস্থার সদর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলে।সেখানে বিজেপি বাদে সব রাজনৈতিক দল গুলি কে আমন্ত্রণ জানানো হয়েছিল।পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সংগঠনের এই অবস্থান বিক্ষোভে সিপিএম, কংগ্রেস, আরএসপি সহ অনেক দলই যোগ দেয়। তবে তৃনমূল কংগ্রেস ‘যাব বলে’ শেষ মুহুর্তে আসেনি।এই সংগঠন টির প্রধান সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গাঙ্গুলি। ১৯৭৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার বিনামূল্যে জমি দিয়ে এই প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান টি গড়েছিল।