প্রতিপত্তি
সুচিত্রা দাস
শ্বেত পাথরের থালায় পালংশাক আর ডাল
পাথর বসানো মেঝের কোনায় কালসিটেদের বাস,
সেগুন কাঠের পালঙ্ক খাটের কচমচানি বুলি,
বড়ো বড়ো ঘরগুলোতে লোম খাড়া নিস্তব্ধতা ,
রান্নাঘরে আশির ঘরে পা-দেওয়া রা৺ধুনি,
পালঙ্ক ফেলে বারান্দাতে খাটিয়াজুড়ে বাবু,
টেরি কাটা চুলের জায়গায় একবৃত্যা টাক,
টেবিলজুড়ে বিদেশী পুতুলের ধুলো মাখা সাজ
ঠকঠকানি কা৺পা হাতে খুন্তির গোঙানি
একটা বাসন টানলে পরেই দশটা গড়াগড়ি
দূর দেশে ঐ সোনার টুকরো ,স্বর্ণকেশী সহ,
অতীত ভুলে রঙীন জীবন ,বিবেক বেইমান
পালংশাকে নুনের জারণ, ডালে করছে চান
একটা থালা দুটো মানুষ, সাথে গলা ভাত
ঘুরছে ঘড়ি, কাটছে সময়,কাটছে দিনরাত
যমরাজাও বললো এসে কেয়াবাত কেয়াবাত।