প্রতিকূলতা কোন বাধা হতে পারেনি এমনই দৃষ্টান্ত পূর্ব বর্ধমানের গৌতমী।
আবারো যোগাসনে সাফল্যের পালক উঠে এলো বর্ধমানের গৌতমী দাসের মাথায়। গৌতমী ছোট থেকে অনেক প্রতিকূল পরিবেশে কষ্টের সঙ্গে এগিয়ে রাজ্য জাতীয় স্তর এমনকি খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণ করে একের পর এক পুরস্কার জিতে নিয়েছে।। গৌতমীর মা গীতা দেবী এবং বাবা শ্যামল বাবু ছোট থেকেই মেয়েকে কষ্টে বড় করে তুলছেন স্বপ্ন দেখছে তাদের মেয়ে একদিন দেশের হয়ে সুনামের সঙ্গে আগামী দিনেও খেলবে। অভাব তাদের নিত্য সঙ্গী এটা গৌতমীর চলার পথে বাধা হতে পারে না সেটাই বর্ধমানের মেয়ে বারবার প্রমাণ করছে।।
দিঘাতে অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট বেঙ্গল কোস্টাল যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫।
আয়োজনে ছিলেন মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভারমেন্ট অফ ইন্ডিয়া এন্ড ভারাত যোগাসনা অ্যাসোসিয়েশনের, অভিলাসা যোগা একাডেমি।
এই প্রতিযোগিতাতে গৌতমী দাস ১৮ থেকে ২৫ বছর বয়স বালিকা বিভাগে পূর্ব বর্ধমান জেলার হয়ে ট্রাডিশনাল যোগা তে, দ্বিতীয় স্থান এবং আর্টিস্টিক সিঙ্গলে তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার জিতে নিল।
এর আগেও গৌতমী জেলার হয়ে রাজ্য জাতীয় স্তর তথা খেলো ইন্ডিয়াতে একের পর এক পুরস্কার অর্জন করেছে।
গৌতমী মিউনিসিপাল গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে জানায় পড়াশোনার পাশাপাশি যোগাসনে ভারতবর্ষের হয়ে সে উচ্চ পর্যায়ের যোগাসনে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করতে চায়। গতকাল রাত্রে গৌতমী পুরস্কার নিয়ে ফিরল পূর্ব বর্ধমানের তার বড় নীলপুরের বাড়িতে। গৌতমীর এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি বিদ্যালয় এবং পাড়া-প্রতিবেশীরা।