প্রণম্য
গোপা ভট্টাচার্য্য
দেখেছো কি আলোর রশ্মি আপন অন্তরের গভীরে ?
যে রশ্মি জাগরিত করে অহর্নিশ, নিকষ আঁধার ঘুচায়ে !
ছুঁয়ে দেখো তারে, নিঃশব্দে যে দিয়ে যায় কিরণমালা নিজেকে নিঃস্ব করে..
ভেবেছো কি কখনো তার কথা ,
দুঃখ মুছে যে হাসি ফোটায় তোমার অধরে, মুছে দেয় সব ব্যথা?
রোজ মাথানত করে দেখো পৃথিবীর প্রতিটি জীবের কাছে, শান্তি পাবে … বিশ্বাস করো, কেউ অবাঞ্ছিত নয়…!
ক্ষুদ্র ক্ষুদ্র দানে কখন যে কে কার সহায় করে যায় , সে আমি , তুমি কেউ তার হদিস পাই না, অতি নীরবে যারা করে যায় এই সখের খেলা অবিরত.. তারাই দেবতার দূত..
অদৃশ্য থেকেও কর্তব্য করে চলে সতত।।