প্রখ্যাত “আইকনিক” ইভেন্ট প্লানার প্রথম বছরেই প্রতিশ্রুতিবদ্ধ আলোকচিত্রী দের পাশে থাকার:-

প্রথম বছরেই “নুতন প্রজন্মের প্রতিভাধর আলোকচিত্রীদের তুলে ধরার উদ্দেশ্যে কলকাতার বিখ্যাত “আইকনিক” ইভেন্ট প্লানারের উদ্যোগে ৩০ শে এপ্রিল এবং ১লা মে কলকাতার ‘গ্যালারি গোল্ড’ এ আয়োজন করা হয়েছে ‘ফটোগ্রাফি এক্জিবিশন’ -২০২৫।

আজ ১১/০৪/২০২৫ ইভেন্ট প্ল্যানার ‘আইকনিক’-এর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন কলকাতার লব্ধপ্রতিষ্ঠিত চার আলোচিত্রী মধু সরকার,অতনু পাল, সৌম্য শংঙ্কর ঘোষাল, ও তৃনা সান্যাল। এছাড়া সাথে উপস্থিত ছিলেন ” ” ” আইকনিকের ” প্রতিনিধি রুপা কর্মকার।

ফোটোগ্রাফি এক্সিবিশন-এ যাতে প্রকৃত মেধাবী আলোকচিত্রীরা চিহ্নিত হতে পারেন সেটা সবার আগে সুনিশ্চিত করা প্রয়োজন এমন বক্তব্য চিহ্নিতকরণ হয়।

মেধাকে স্বীকার এবং শিল্প সত্তাকে গুরুত্ব দিয়ে “আইকনিক” ইভেন্ট প্ল্যানার এর স্বপ্ন বাস্তবায়নের দিকে।

বলাই যায় ‘আইকনিক’ আহূত এই ফটোগ্রাফি প্রতিযোগিতা সকলের হৃদয় গ্রাহ্য।

Leave a Reply