সুখেন্দু হীরা (আইপিএস)

পাঠকের কাছে বইয়ের দাম কোনও দিন-ই কম ছিল না। সেজন্য পাঠক সব সময় বেশি ছাড় খোঁজে। কলকাতা বইমেলায় পাওয়া যায় ১০% ডিসকাউন্ট; কলেজ স্ট্রীটে ২০ শতাংশ। যখন এটা জানতে পারলাম তখন বইমেলায় বই দেখে কলেজ স্ট্রীটে বই কেনা শুরু করলাম। একই বই পাঁচ বা তার বেশি কপি কিনলে ২৫% বা তার বেশি ছাড় মেলে। তাই মাঝেমাঝে জনপ্রিয় বই একাধিক সংখ্যায় কিনে রাখি। নিমন্ত্রণ রক্ষা করা যাবে, উপহার দেওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় যুগে চলে এলো প্রিবুকিং তাতে ২০% -এর বেশি ছাড় পাওয়া যায়। যদি প্রিবুকিং আগে থাকত, তাহলে কত পয়সা বাঁচাতে পারতাম। আমার অনুরোধ প্রিবুকিং বিষয়টা প্রকাশকরা পূজা বার্ষিকী বা বিশেষ সংখ্যার ক্ষেত্রে ভেবে দেখতে পারেন; তাহলে গরিব পাঠকদের একটু উপকার হয়।

   আরে! আমার বইয়েরও প্রিবুকিং হচ্ছে, আমি তো ভাবতেই পারছি না! এমনিতে আমার প্রথম পুস্তক বের হচ্ছে বলে আনন্দে দিশাহারা। তার উপর প্রিবুকিং। 

    আরেকটি আনন্দের কথা আমি শেয়ার করতে চাই। এই গ্রন্থের মুখবন্ধ লিখে দিয়েছেন আমার এবং আমাদের সকলের শ্রদ্ধেয় *শ্রী সৌমেন মিত্র* স্যার। এমনিতে স্যারের কাছে আমি চির কৃতজ্ঞ। আর নতুন করে কী কৃতজ্ঞতা জানাবো! 

   সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ কামনা করি। 

                                          
                                    

Leave a Reply