শুভ ঘোষ,
বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা নতুন মা শ্রেয়া ঘোষাল কে নিয়ে নিজেদের প্রথম ব্র্যান্ড প্রচার কর্মসূচি প্যাম্পার্সের
বিজ্ঞাপনী প্রচার চিত্রে শ্রেয়া ঘোষালকে দেখা যাচ্ছে বাচ্চাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতে এবং বাচ্চার নিশ্চিন্ত ও ব্যাঘাতহীন ঘুমের জন্য প্যাম্পার্সের উপযোগিতার কথা বলতে: ভালো ঘুম বাচ্চাদের সুস্বাস্থ্য গঠনে মন্ত্রের মত কাজ করে এবং সারাদিন তাদের হাসিখুশি রাখতে সহায়তা করে। আর বাচ্চাদের অবাধ ঘুমের জন্য সঠিক ডায়েপার ব্যবহার করার গুরুত্ব অনস্বীকার্য।ভারতের প্রথম শ্রেণীর ডায়াপার ব্র্যান্ড প্যাম্পার্স আজ বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং নতুন মা শ্রেয়া ঘোষালকে নিয়ে তাদের নতুন প্রচার কর্মসূচির আওতায় একটি টিভিসি ফিল্ম লঞ্চ করেছে। এই প্রচার চিত্রের লক্ষ্য নতুন বাবা মায়েদের সমস্যার যথাযথ সমাধান – শ্রেয়া ঘোষালের গাওয়া একটি ঘুম পাড়ানি গান এবং প্যাম্পার্সের অ্যান্টি র্যাশ এবং জল নিরোধী উপাদানসমূহ যা শিশুদের সারারাত নিশ্চিন্তে ঘুমাতে সহায়তা করে।
বিজ্ঞাপনের প্রচার চিত্রে শ্রেয়া ঘোষাল কে দেখা যাচ্ছে নরম সুরে একটি ঘুম পাড়ানি গান গেয়ে নিজের বাচ্চাকে ঘুম পাড়াতে। ঘুমপাড়ানি গান গাওয়ার পরে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে নতুন প্যাম্পার্স ডায়াপার ব্যবহার করে বাবা-মায়েরা ভিজে ভাব এবং র্যাশের ভয় থেকে মুক্ত হয়ে অস্বস্তি দূর করে তাঁদের শিশুকে নিশ্চিন্ত নিদ্রা উপহার দিতে পারেন। বিজ্ঞাপনে দেখানো হয়েছে ভুল ডায়াপার ব্যবহার করলে মায়ের ঘুম পাড়ানি গান শুনে তাঁর কোলে ঘুমানোর পরেও আর্দ্রতা জনিত অস্বস্তিতে শিশুদের ঘুম ব্যাহত হতে পারে এবং সারারাত তাদের জাগিয়ে রাখতে পারে।র্যাশরোধক অ্যালোভেরা লোশন সমৃদ্ধ প্যাম্পার্স শিশুদের শুধুমাত্র র্যাশ থেকে রক্ষা করে তাই নয়, একশ শতাংশ ভিজে ভাব রুখে দিয়ে তাঁদের অস্বস্তি জনিত সমস্যার সমাধান করে তাদের রাতভর নিশ্চিন্ত ঘুম উপহার দেয়।
শুধু তাই নয় এই ছবিতে শ্রেয়া প্যাম্পার্সের জন্য চারটি জনপ্রিয় আঞ্চলিক ঘুমপাড়ানি গান নতুন ভাবে রেকর্ড করেছেন যা খুব শীঘ্রই প্রকাশ পাবে।শ্রেয়ার সুরেলা কন্ঠের জাদু স্পর্শে গাওয়া এই ঘুম পাড়ানি গানগুলি নতুন বাবা মায়েদের নিজেদের শিশুকে ঘুম পাড়াতেও অবশ্যই সহায়তা করবে।
এই ব্র্যান্ডের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরে শ্রেয়া ঘোষাল বলেন, “ এই পৃথিবীতে একটি নতুন প্রাণকে নিয়ে আসা নিঃসন্দেহে এমন এক অভিজ্ঞতা যার সঙ্গে অন্য কোনও অভিজ্ঞতারই তুলনা হয়না।একই সঙ্গে সদ্য পিতা মাতাদের কাছে তার বাচ্চার সুরক্ষার জন্য সেরা বন্দোবস্ত করাটাও অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে। আমি এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি নিজে একজন প্যাম্পার্স মা। পাশাপাশি আমি সমস্ত বন্ধুদেরও দেখেছি নিজের শিশুদের জন্য প্যাম্পার্সের উপর ভরসা করতে।প্যাম্পার্স ব্যবহার করি বলেই আমি নিশ্চিন্তে থাকি যে আমার দেবায়ন রাতে শান্তিতে ঘুমোবে। এবার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি এবং অন্য মায়েদেরও বলতে পারব কিভাবে এটা ব্যবহার করে তারা নিজের বাচ্চাদের সুখনিদ্রা উপহার দিতে পারেন।“
প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের বেবি কেয়ার বিজনেসের প্রধান তথা ভাইস-প্রেসিডেন্ট অভিষেক দেশাই বলেন, “শিশুর বাবা মায়েরা বছরের পর বছর ধরে প্যাম্পার্সের উপর যে আস্থা রেখেছেন আমাদের কাছে তা সবথেকে বেশি মূল্যবান।প্যাম্পার্স সব সময় শিশুদের স্বাস্থ্য এবং সুখের সর্বোত্তম খেয়াল রাখতে বদ্ধপরিকর। রাতে নিরবিচ্ছিন্ন ঘুম বাচ্চাদের হাসি খুশি রাখে শুধু তাই নয় তাদের বৃদ্ধি এবং সুস্বাস্থের জন্য এর গুরুত্ব অনস্বীকার্য। এই নতুন প্রোডাক্ট লঞ্চ এর মধ্যে দিয়ে প্যাম্পার্স বাজারে আনছে আরো নরম এবং দ্রুত জল শোষণকারী ডায়াপার শ্রেণী যা সারারাত শিশুদের ত্বককে রক্ষা করবে। এবার শ্রেয়া ঘোষালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা অত্যন্ত উৎসাহিত যিনি নিজে একজন নতুন মা এবং সন্তান পালনের সমস্ত দিক সম্পর্কে ওয়াকিবহাল।“
বিজ্ঞাপনের ছবিটি সম্পর্কে বলতে গিয়ে লিও ব্রুনেটের সাউথ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সিইও এবং চিফ ক্রিয়েটিভ অফিসার রাজদীপক দাস বলেন,” নিজেদের শ্রেণীর মধ্যে সেরা প্রোডাক্ট গুলিকে বাজারে নিয়ে আসার মধ্য দিয়ে প্যাম্পার্স চিরকাল শিশুদের স্বাস্থ্য এবং আনন্দবর্ধন কে সর্বাগ্রে স্থান দিয়েছে। এই ছবির মধ্যে দিয়ে তারা নিজেদের সেই প্রতিশ্রুতি বাবা-মায়েদের আরেকবার মনে করিয়ে দিয়েছে। এবং শ্রেয়া ঘোষালের উজ্জ্বল উপস্থিতি এবং তাঁর জাদুকরী কন্ঠের আঞ্চলিক ঘুম পাড়ানি গান বাবা মায়েদের কাছে তাঁদের আদরের ছোট্ট সোনার জন্য প্যাম্পার্স ব্যবহার করার বার্তা আরও জোরালো ভাবে পৌঁছে দেবে।“