খায়রুল আনাম,
ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলার আগেই ২১ ডিসেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতনের রতনপল্লির মবঙ্গবালায় মনোরম অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশ করা হলো “Islamic Concept of Justice : A Critical Exposition” বইটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মহম্মদ ফারিক, অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়, প্রহ্লাদ রায় এবং লেখিকা ড. চন্দ্রানী দাস। লেখিকা এই ধরনের একটি বই লেখার ক্ষেত্রে তাঁর অনুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন।