পৃথিবীর আলো,
সোমা চ্যাটার্জ্জী (ব্যানার্জ্জী)
ছোটবেলা থেকে পৃথিবীর আলো কি
তাই দেখলাম না
আমি অন্ধকারে অন্ধের মত চলতে লাগলাম
এক টুকরো আলোর আশায়
যে আলো আমার জীবন নতুন করে
তার আলোক শিখায় আলোকিত করবে,
সে আলোর সন্ধান আমি পেলাম
সেই আলো যেন প্রদীপের শিখার মত
আমার জীবনকে মুক্ত করল
অন্ধকার কারাগৃহ থেকে,
এক মুহূর্তের জন্য মনে হলো
জীবনে কোনো দুঃখ, কষ্ট নাই
শুধু শান্তি, শান্তি আর শান্তি।
পৃথিবী নিজে যেন তার আলোক শিখায়
আমাকে আলোকিত করে দিয়েছে।
আমার জীবন এখন শুধু আলো আর আলোয় ভরা
কখনো ভাবিনি তা ছিল শুধু ক্ষণিকের
কোনো এক কালবৈশাখীর ঝড়ে
সেই প্রদীপের আলো নিভে গেল আমার জীবন থেকে
আমার জীবন আবার সেই
অন্ধকার জগতে ডুবে যেতে থাকে চিরতরে।