জুলফিকার আলি,
পূর্ব মেদিনীপুর জেলা (২) অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস (K.K.C) – এর ডাকে এগরা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়।
- শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিলের দাবীতে।
- টোটো/ই-রিক্সার ভেদাভেদ না করে , বিনামূল্যে গরিব টোটো চালকদের রেজিস্ট্রেশনের দাবিতে।
- ২ বছরের মধ্যে নতুন ই-রিক্সা কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে। না হলে পুরানো ই-রিক্সার বাজার মূল্যায়ণ করে সম পরিমান মূল্য অনুদান দিতে হবে।
- পদ্ধতির সরলীকরণ করে, যত তাড়াতাড়ি সম্ভব রেজিষ্ট্রেশন করে টোটো চালকদের উদ্বেগের নিরসন করতে হবে।
*কংগ্রেসের সৃষ্ট ১০০ দিনের কাজ চালুর দাবীতে। - ‘মনরেগা’ প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে
- অসংগঠিত শ্রমিকদের পেনশনের দাবীতে।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মানস ব্যানার্জি, চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস করমহাপাত্র, রাজ্য সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর শিউ মাইতি, জেলা অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের চেয়ারম্যান সাধনকান্তি উত্থাসনী, কাউন্সিলর নির্মল কুমার শীট, প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস, মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়ক, ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ জানা, শংকর বল্লভ, চন্দন মাইতি, স্বপন মাহান্তি, শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র, কংগ্রেস নেতা শেখ এজাজুল, সেক তবরেজ, সেক আকবর, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতা সেক রুস্তম, নন্দ দুলাল জানা, শেখ মংলা, শেখ পিয়ারুল, শ্যামল দাস, চন্দন পাত্র, ভৃগুরাম দাসএবং প্রদেশ ও জেলা নেতৃত্ব।
কর্মসূচি অঙ্গ হিসাবে সভার শুরুতে শ্রমকোড আইন এবং বিবিজি রামজি আইনের কপি পোড়ানো হয়।










