Spread the love

নন্দকুমারে বাড়ি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি হাইকোর্টের,

মোল্লা জসিমউদ্দিন,

পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ঘর ভেঙ্গে দেওয়ার মত যখন পরিস্থিতি। ঠিক তখনি কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এর এজলাস থেকে  স্থগিতাদেশ জারি করা হলো আগামী ১৫ ই জুন পর্যন্ত । পাশাপাশি স্থানীয় থানার ওসি কে নির্দেশ দেওয়া হয়েছে – ওই বাড়ি নিয়ে যাতে কোন আইনশৃঙ্খলায় অবনতি না ঘটে,সেই বিষয়ে দেখতে ।জেলা প্রশাসনের আধিকারিকের নির্দেশ যে আইনগত ভাবে ঠিক নয়, তা শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এর এজলাসে উঠে আসে ।আদালত সুত্রে প্রকাশ,  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার অধীনে নন্দকুমার থানা এলাকায় গোপাল মাইতির ঘর নিয়ে জেলা প্রশাসন ভেঙে ফেলবার সিদ্ধান্ত গ্রহণ করে এক অভিযোগ কে কেন্দ্র করে।যথাযথ অনুমোদন না নিয়ে এই বাড়ি বলে অভিযোগ উঠে। তা জেলা প্রশাসন থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ যায় ভেঙে ফেলার জন্য।ঠিক এইমতাবস্থায় কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী সুদীপ্ত পান্ডার নজরে  আনে জেলা প্রশাসন।কলকাতা হাইকোর্টের  বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আগামী ১৫ ই জুন পর্যন্ত বাড়ি ভাঙ্গা তে  স্থগিতাদেশ জারি করে থাকেন।পাশাপাশি নন্দকুমার থানার ওসি কে ওই বিষয়ে আইনশৃঙ্খলা যথাযথ পালনে নির্দেশ দেন। সরকারি আইনজীবী সুদীপ্ত পান্ডা জানান – ‘ জেলা প্রশাসন আদালতের নির্দেশ অবধি অপেক্ষা করেছে,’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *