পূর্বস্থলী দু’নম্বর ব্লক এর সরকারি ITIএ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের উপর সচেতনতা শিবির।

পূর্বস্থলী ২ সরকারি ITIএ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল । এই কর্মসূচিতে অগ্নিবীর এবং স্থায়ী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সমরজিৎ সিং, যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিনি শিক্ষার্থীদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের সুযোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী একটি পেশাদার এবং সম্মানজনক পেশা।

হাবিলদার রাধাকৃষ্ণন, যিনি ভারতীয় সেনাবাহিনীতে একজন জুনিয়র কামাণ্ড অফিসার, তিনি শিক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।

কর্মসূচির সভাপতিত্ব করেন পূর্বস্থলী ২ সরকারি ITIএর অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীতে যোগদান একটি গর্বিত অনুভূতি। তিনি ছাত্র-ছাত্রীদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করেন।

পূর্বস্থলী থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply