শিক্ষকের অবসর,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
সোমবার ৩১ শে জানুয়ারী দীর্ঘ শিক্ষকতার জীবন থেকে অবসর নিলেন মদন মোহন ব্যানার্জী।পূর্বস্হলীর কাষ্ঠশালী নিভাননী হাইস্কুলে সোমবার এক মহতি ভাবগম্ভীর সভায় এলাকার মানুষ,বর্তমান ছাত্রছাত্রী,অভিভাবক, অতিথীরা চোখের জলে বিদায় জানান মদন বাবুকে।স্কুলের প্রতীষ্ঠাতা নীভাননী মহাশয়ার আবক্ষ মূর্তী উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়।স্বপন বাবু, স্হানীয় বিধায়ক তপন চ্যাটার্জী,পূর্বস্হলী ২ নং ব্লক বিডিও সৌমিক বাগচী,পূর্বস্হলী প্রধান,ষ্টেশন ম্যানেজার অবনী ভূষন বালা সহ আরো অনেক গুনী ব্যাক্তি মদন বাবুর শিক্ষকতা জীবন,ছাত্রদের প্রতি তার অবদান,স্কুলের সার্বিক উন্নতিতে তার ভূমিকা নিয়ে আলোকপাত করেন।সহ শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অশ্রশিক্ত হয়ে হয়ে বক্তব্য রাখেন।মদন বাবু বলেন আপনারা স্কুলের ছাত্রদের প্রতি নজর দেবেন।মদন বাবুর দাদা শিবশঙ্কর,কালিশঙ্কর ও ভাই শ্যামসুন্দর ব্যানার্জী এই মহতী সভায় হাজির ছিলেন।সভায় নাচ,গান,আবৃত্তি পরিবেশিত হয়।

Leave a Reply