পূর্বস্থলীতে যোগার মাধ্যমে সামাজিক সচেতনতা 

রাহুল রায়,

; বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা  নেহরু যুব কেন্দ্র ও নামামী গঙ্গের পরিচালনায় ও কাঞ্চনতলা জলাহাটি নবারুন সঙ্ঘের সহযোগীতায় পূর্বস্থলী ১ নং  ব্লকে নদী উৎসব ২০২১ পালন করা হল। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য একটি পথসভা, যোগা ও ধ্যানের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা। সেখানে পূর্বস্থলী ১ নং ব্লকের বিডিও দেবাশীষ জানা, জেলা পরিযোজনা অধিকারীক (নেহরু যুব কেন্দ্র) প্রীতম মুখার্জী, নিশিকান্ত বিশ্বাস( গ্ৰাম উপপ্রধান, সমুদ্রগড় গ্ৰাম পঞ্চায়েত), শিশির বিশ্বাস (যোগ শিক্ষক), হিমাশ্রী বিশ্বাস (যোগ শিক্ষক), অনন্যা  মজুমদার (যোগ শিক্ষক), পার্থ মজুমদার ( শিক্ষক) প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply