পূর্বস্হলীতে কবিতা উৎসব

দীপঙ্কর চক্রবর্তী,
সোমবার কৃষ্নের জন্মাষ্টমী উপলক্ষে ২৪ তম শ্রীরামপুর- পূর্বস্হলী সংস্কৃতি ও ইতিহাস পরিমন্ডল আয়োজিত কবিতা উৎসব পালিত হল শ্রীরামপুর ভবতারিনী হাইস্কুল প্রাঙ্গন।রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় কবিদের স্বাগত জানিয়ে বলেন পূূ্বস্হলী এলাকার বিভিন্ন পুরাতত্ব,ও প্রাচীন স্হাপত্যর কথা তুলে ধরেন।এই এলাকায় সকল কবি,লেখকরাই পারে সমাজ সুস্হ রাখতে।এর পর এই উৎসবে উত্তোরণ পত্রিকা উদ্বোধন করা হয়।এর পর বিভিন্ন জেলার কবি দীপঙ্কর চক্রবর্ত্তী চৈতন্য দাস,তারকেশ্বর চট্টরাজ,পল্লব চ্যাটার্জী,অশোক দত্ত,অলোক দত্ত,সুদীপ্ত পাল,রামকৃষ্ন ঘোষ,সুশান্ত মিত্র,নিমাই দেবনাথ,গুরুপ্রসাদ যশ,সহ শতাধীক পুরুষ মহিলা কবি তাদের লেখা কবিতা পাঠ করেন।

Leave a Reply