Spread the love

পুস্তক দিবসে নতুন বই পেয়ে খুশি পড়ুয়ারা

:——–শুভদীপ ঋজু মন্ডল, বাঁকুড়া :——-আজ ২রা জানুয়ারি “পুস্তক দিবস” এই দিন সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিনা পয়সায় সরকারি বই পেল। নতুন বই হাতে পেয়ে খুশি পড়ুয়ারা। এ প্রসঙ্গে সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালি মুরমু বলেন আমার চক্রের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে । শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনেই বই হাতে পেয়ে খুশি পড়ুয়ারা এ ব্যাপারে আমাদের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। তারা আমাদের কার্যালয় থেকে বইগুলি দায়িত্ব সহকারে নিজ নিজ বিদ্যালয়ে নিয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিলেন যাতে আজ থেকেই তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে । বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিংহ বলেন সরকারি বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার রীতি রয়েছে সরকার এজন্য শিক্ষাবর্ষ শুরু এক দুমাস আগে থেকেই সমস্ত চক্র সম্পদ কেন্দ্রে বইগুলি পৌঁছে দেন সেখান থেকে শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব সহকারে নিজ নিজ বিদ্যালয়ে নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন এবারও তার ব্যতিক্রম ঘটেনি মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মনি মেট্যা বলে আমরা শিশু শ্রেণী থেকে বছরের এই প্রথম দিনেই বই পেয়ে আসছি যদিও প্রথম দিন ছুটি থাকে আজ দোসরা জানুয়ারি পুস্তক দিবস এই দিনেই আমরা বই পেয়ে খুব খুশি হই এবং বই পাওয়ার পর নতুন বইয়ের গন্ধ নিতে খুব ভালো লাগে। আমরা অত্যন্ত খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *