Spread the love

পুলিশ দিবসে বিশেষ কৃতিত্বের জন্য সম্মানিত করা হলো পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাজিকে

। সাধন মন্ডল বাঁকুড়া:——বাঁকুড়ায় কয়েক বছর আগে শিশু খুনে যাবজ্জীবন সাজা হয় এক অপরাধীর ।সম্প্রতি বাঁকুড়া জেলা বিচারালয়ে সেই ঘোষণা করেন বাঁকুড়া জেলা আদালতের বিচারক মনোজিৎ ভট্টাচার্য ও তার বেঞ্চ ,শুধু যাবজ্জীবন সাজা নয় সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জানা যায় ২০১৩ সালের ১৭ই এপ্রিল পাড়ায় সমবয়সীদের সাথে খেলা করছিল বাঁকুড়া থানার ইন্দারা গ্রামের গোবিন্দ বাউরি ও কেয়া রানী বাউরির সন্তান আড়াই বছর বয়সী শিশু।সেই সময় পাশের গ্রামের শ্রীকান্ত কেওড়া বলে নামে এক ব্যক্তি শিশুকে নিয়ে দৌড় লাগায় ঘটনা দেখতে পেয়ে পিছনে পিছনে দৌড় লাগায় তার মা কিন্তু শেষ রক্ষা হয়নি। মা কেয়া রানী দেখেন তার ছেলেকে আছড়ে মাথা থেঁতলে চম্পট দিল অভিযুক্ত । স্থলে পৌঁছে দেখেন সব শেষ এরপরেই থানায় খুনের অভিযোগ দায়ের করেন বাবা গোবিন্দ বাউরী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শ্রীকান্ত কেওড়াকে গ্রেফতার করা হয় ।ঘটনার দু মাসের মাথায় চার্জ শিট জমা হয়। বাঁকুড়া থানার তৎকালীন পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাজি আপদকালীন ভিত্তিতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন সম্প্রতি সেই কেসের নিষ্পত্তি হয় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমান া করা হয়। পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাজির এই কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ লাইনে আজ পুলিশ দিবসে তার হাতে স্মারক সম্মান তুলে দিলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সিস রাম ঝাঁজারিয়া আইপিএস উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।। বাঁকুড়া পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা জানানো হয়। এছাড়াও জেলার আরো দুজন পুলিশ অফিসারকে তাদের কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় অনুষ্ঠানে। বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *