Spread the love

পুলিশের পরিচালনায় বিদেশি প্লেয়ারদের খেলা দেখছে মঙ্গলকোট,

মোল্লা জসিমউদ্দিন টিপু,

 
মঙ্গলকোটের ক্রীড়া ইতিহাসে বিপ্লব এনে দিলো স্থানীয় থানার পুলিশ। শুক্রবার ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে মঙ্গলকোটের নুতন থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে। এই ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট তে দলপিছু ২ জন করে বিদেশি প্লেয়ার রয়েছেন অর্থাৎ সর্বমোট ৩২ জন বিদেশি প্লেয়ার রয়েছেন এই মেগা ফুটবল টুর্নামেন্টতে। শুক্রবার সর্বপ্রথম নুতনহাট হাইস্কুল মোড় থেকে খেলার মাঠ অবধি পথ নিরাপত্তার প্রচার নিয়ে র‍্যালি বের হয়।ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক, আইসি পিন্টু মুখার্জি, স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী প্রমুখ। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী। প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীস সেন। এছাড়া প্রাক্তন জাতীয় ফুটবলার গৌতম সরকার,  মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক, বিএমওএইচ ডক্টর জুলফিকার আলি প্রমুখ ছিলেন।  শুক্রবার সকাল দিকে মঙ্গলকোট নুতন থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে শুরু হলো দুদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট। জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তার প্রচার কে সামনে রেখে মঙ্গলকোটের ইতিহাসে সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট টি আয়োজন করেছে স্থানীয় থানার পুলিশ। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির নেতৃত্বে ইতিমধ্যেই একপ্রকার পরিত্যক্ত  লালডাঙ্গা মাঠ হয়ে উঠেছে রাজ্যস্তরের কোন ফুটবল ময়দান। স্থানীয়দের পাশাপাশি নাইজেরিয়ান সহ ৩২ জন বিদেশি প্লেয়ার থাকছে প্রতিটি টিমে। রাতের খেলার জন্য হলোজিন লাইটের ব্যবস্থা অনবদ্য এই মাঠে।পথ নিরাপত্তা কে সামনে রেখে এই বৃহৎ ফুটবল টুর্নামেন্ট তে অতিথি হিসাবে থাকছেন ভারতীয় জাতীয় দলে খেলা ৪ জন প্রাক্তন প্লেয়ার গৌতম সরকার,তরুণ দে, সৈয়দ রহিম নবী,মেহতাব হোসেন। মঙ্গলকোট ব্লকের অধীনে ১৫ টি গ্রাম পঞ্চায়েতের একটি করে দল এবং স্থানীয় বিধায়কের তরফে ১ টি সর্বমোট ১৬ টি দলের খেলা হচ্ছে। এক এক ফুটবল দলে ৭ জন প্লেয়ার থাকছেন।২০ মিনিটের খেলা দলপিছু।শুক্রবার সারাদিন রাত্রি ব্যাপি  ৮ টি দলের খেলা হলো। আজ অর্থাৎ  শনিবার বাকি ৮ টি দলের খেলা হবে।দুদিনব্যাপি এই ফুটবল টুর্নামেন্ট এর বিজয়ী দল পাবে স্মারক সহ ৫০ হাজার টাকা।সেইসাথে ফাইনালে পরাজিত দল পাবে স্মারক সহ ৪০ হাজার টাকা।এছাড়া সর্বোচ্চ গোলদাতা সহ বেশকিছু স্মারক রাখা হয়েছে ভালো পারফরম্যান্স দেখানো প্লেয়ারদের জন্য।আজ শনিবার দুটি মহিলা দলের প্রীতি ফুটবল চলবে।এই ফুটবল টুর্নামেন্ট টি উদ্বোধন করলেন এলাকার জনপ্রিয় বিধায়ক অপূর্ব চৌধুরী। প্রধান অতিথি হিসাবে ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীস সেন।মঙ্গলকোটের ক্রীড়া ইতিহাসের এতবড় ফুটবল টুর্নামেন্ট তাও উন্নতমানের মাঠে কোনদিন যেমন হয়নি।ঠিক তেমনি এতজন প্রাক্তন জাতীয় ফুটবলার কোন ক্রীড়া প্রতিযোগিতায় মঙ্গলকোটে আসেননি। সর্বপরি ৩২ জন বিদেশি প্লেয়ারদের খেলা দেখেনি মঙ্গলকোট। স্থানীয় থানার আইসি পিন্টু মুখার্জি গত একমাস ‘দিনরাত’ এককরে এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *