সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) নিষিদ্ধ কাশির সিরাপ পাচার চক্রে ধৃত এক । পূর্ব বর্ধমানের ভাতারের ছয় মাইল এলাকায় নিসিদ্ধ কাশির সিরাপ পাচার চক্রের ঘটনায় ১ জনকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম দীপ বিশ্বাস। বাড়ি আসামে । উল্লেখ্য ভাতারের ৬ মাইল এলাকায় দুটি ট্রাকে প্রায় ৪৭ হাজার নিষিদ্ধ কাশির সিরাপের বোতল সহ তিনটি গাড়ি আটক করে ভাতার থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে বিচারবিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পেশ করা হয়। জানা গেছে, ধানের বস্তার আড়ালে এই বিপুল পরিমাণ ফেনসিডিল সিরাপ ভর্তি লরি ঝাড়খন্ড থেকে ভাতারের ছয় মাইল সংলগ্ন এলাকায় একটি গোডাউনের সামনে আসে। সেখানে অন্য একটি লরিতে নিষিদ্ধ কাশির সিরাপের বোতলগুলি লোড করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, ভাতার থানার নবনিযুক্ত ওসি পঙ্কজ নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। ধানের বস্তার আড়ালে বিপুল পরিমাণে ফেনসিডিল সিরাপ দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান নিষিদ্ধ কাশির সিরাপের বোতল গুলি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার পরিকল্পনা ছিল। ভাতার থানার পুলিশের তৎপরতায় ভেস্তে যায় পাচারকারীদের পরিকল্পনা। জেলা পুলিশের আধিকারিক সহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ৪৭ হাজার নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল উদ্ধার হয়। ভাতার থানার ওসি পঙ্কজ নস্কর জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ সহ দুটি লরি এবং একটি চারচাকা গাড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চালানো হবে। জানা গেছে, সবেমাত্র ভাতার থানার অফিস ইনচার্জের পদে দায়িত্ব গ্রহণ করেছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ নস্কর। দায়িত্ব গ্রহণ করেই ভাতার থানার বড়সড় সফলতায় খুশি ভাতারবাসী।