পুরুষ

সোমা দাস দেবনাথ

পুরুষ তুমি ধন্য – দুঃখ কষ্ট
সহ্য করার জন্য।
তোমার যে কান্না পায়, তোমার যে ব্যাথা লাগে,
সে কথাগুলো শুধু গোপনেই থাকে।

বট গাছ হয়ে তুমি থাকো
মা বোন স্ত্রী প্রেমিকার পাশে,
আফতাব নামক পুরুষ শুধু
কদাচিত ভেসে আসে।

পুরুষ তোমরা হাজার হাজার প্রাণ দিয়ে বলিদান,
এনে দিয়েছে যে নারীদের সম্মান।

পুরুষ তোমার কাছে যে রূপ তুচ্ছময়,
দায়িত্ব নিয়ে তুমি দাও তোমার পরিচয়।

শামুকের মতো তোমরা ওপরে কঠিন,
ভিতরে রয়েছে তোমাদেরও কোমল শিশুমনটি।
সব পুরুষের মাঝেই সব্যসাচী অরিজিৎ লুকিয়ে থাক।

নারী-পুরুষ সমান সমান,
কেউ করো না তাদের অসম্মান।

পুরুষ, নারী দিবস বলে আলাদা কিছু নাই,
প্রতিটা দিন যেন একে অপরকে সম্মানের সাথে
দিতে পারে ঠাঁই।
এই ভাবেই পুরুষ দিবসে শ্রদ্ধা জানালাম তাই।

Leave a Reply