সঞ্জয় হাল্দার,

পুরুলিয়া -১ নং ব্লকের গাড়াফুসড় অঞ্চলের গোলবেড়া গ্রামে ৪২ তম হারাধন মাহাত স্মৃতিশীল্ড ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ গোলবেড়া ফুটবল ময়দানে। ফাইনালে লাগদা ফুটবল টিম ৫-০ গোলে ফতুকডি ফুটবল টিম কে পরাজিত করেন। এই খেলাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত, মানভূম কালচারাল আকাদেমির সভাপতি হংসেশ্বর মাহাতো, নিয়তি মাহাত প্রমূখ।

Leave a Reply