পুরুলিয়ার নিখোঁজ নাবালিকা কে উদ্ধার গ্রেপ্তার মূল অভিযুক্ত , আগামীকাল ডিভিশন বেঞ্চে শুনানি 

মোল্লা জসিমউদ্দিন

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী পুরুলিয়া জেলা পুলিশ কার্যকরী ভুমিকা নিল।গত  ২৯ আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবংশু বসাকের এজলাসে উঠেছিল  পুরুলিয়া জেলার মফস্বল  থানা এলাকায় এক নিখোঁজ নাবালিকা সংক্রান্ত মামলা। ওইদিন ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট তলব করেছে এবং তদন্তকারী অফিসার শুনানিতে হাজির ছিলেন। এর পাশাপাশি ১১ই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নিখোঁজ নাবালিকাকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী সৌগত মিত্র ও সোমা চক্রবর্ত্তী। আদালত সূত্রে প্রকাশ, নাবালিকার পিতা  গত ২২শে এপ্রিল মফস্বল  থানাতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ কর্তৃপক্ষ লিখিত অভিযোগে দায়ের করেন ইন্ডিয়ান পেনাল কোড  এর ৩৬৩ ও ৩৫৬ ধারা অনুযায়ী। গত ১৬ই আগস্ট ২০২৪ তারিখে নাবালিকার পিতা  পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা  হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা  দাখিল করেন। নাবালিকার বাবার মূল অভিযোগ তার গৃহশিক্ষক দেব দেঘরিয়ার বিরুদ্ধে। সে গাড়িতে করে তুলে নিয়ে যায়। তার মূল অভিযোগ ঐ গৃহশিক্ষকের বিরুদ্ধে। পুলিশের দিক থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এই মামলার মূল অভিযুক্ত দেব দেঘরিয়া নাবালিকার অপহরণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর  তারিখে ছোড়রা গ্রাম থেকে গ্রেফতার হয় এবং ধৃতকে পুরুলিয়া কোর্টে পেশ করা হয়। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১১ই সেপ্টেম্বর। নাবালিকাকে পুনরুদ্ধার করতে পুলিশ সফল হয়েছে।  পুরুলিয়া কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটিকে মঙ্গলবার  পেশ করা হয়েছে। নাবালিকার বাবা ও তার পরিবারের সদস্যরা ভীষণ খুশি। সুকদেব বাবু ও তার পরিবার তাদের আইনজীবী সৌগত মিত্র এবং সোমা চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানান।আগামীকাল অর্থাৎ  বুধবার  কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের  এজলাসে নাবালিকাকে পেশ করা হবে বলে জানা গেছে ।

Leave a Reply