নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রাস্তা চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন পুরুলিয়া ২ ব্লকের পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের তরফে বিজয় মাহাতো নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন এই মামলার আইনজীবী সৌগত মিত্র।
আইনজীবী সৌগত মিত্র জানান, -“এই পঞ্চায়েতের গোপালপুর মৌজায় জনশিক্ষা প্রসার দফতর একটি হোম গড়বে। যেখানে হোম গড়া হবে সেখানে ১০ একর জমি দফতরকে বরাদ্দ করা হয়েছে। সেই জমিতে পূর্ত দফতর সীমানা পাঁচিল দেওয়ার কাজ করছে। যে জমি ঘেরা দেওয়া হচ্ছে সেই জমির উপর দিয়ে অন্তত ১০টি গ্রামের বাসিন্দারা স্থানীয় স্কুল, পঞ্চায়েত ও সুস্বাস্থ্য কেন্দ্র যাতায়াত করেন। এই জমিতে সীমানা পাঁচিল দেওয়া হলে এই সমস্ত গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়বেন। তাই প্রকল্পের এক পাশে ১২-১৫ ফুট জমি রাস্তার জন্য ছাড়ার অনুরোধ জানিয়ে এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন”। কোন সাড়া না মেলায় এলাকার বিজয় মাহাতো নামে এক ব্যক্তি আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস শিবগণনমের এজলাসে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে ।