সঞ্জয় হাল্দার,

আগামী 26 শে নভেম্বর পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এবং 1লা ডিসেম্বর হুড়া থানার লধুড়কা ময়দানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি বৈঠকে তৃণমূল ব্লক ও শহর সভাপতিদের নিয়ে আলোচনার মাধ্যমে জনসভা গুলি সাফল্যমন্ডিত করার জন্য রাজনৈতিক রূপরেখা তৈরি করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, আই এন টি টি ইউ সি র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী সুমিতা সিংহ মল্ল, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, পুরুলিয়া জেলা তৃণমূল এস টি সেলের সভাপতি কলেন্দ্র মান্ডি, সহ বিভিন্ন শহর কমিটির সভাপতি, বিভিন্ন ব্লকের সভাপতি এবং সভানেত্রীবৃন্দ। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া জানান উক্ত দুটি জনসভায় বিপুল জনসমাগমের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির উত্থাপিত সমস্ত কুৎসার যুক্তিপূর্ণ জবাব দিয়ে প্রমাণ করা হবে ওই রাজনৈতিক দলটি কতটা মিথ্যাচার করে সস্তা রাজনীতির মাধ্যমে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে যাচ্ছে।

Leave a Reply