Spread the love

পুরুলিয়ায় নিখোঁজ নাবালিকা, হাইকোর্টে শুনানি ২৯ আগস্ট 

নিজস্ব প্রতিনিধি, 

আগামী ২৯ আগস্ট  কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চে পুরুলিয়ার এক নাবালিকা নিখোঁজ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। জানা গেছে পুরুলিয়ার মফস্বল থানা এলাকার  সুকদেব প্রামাণিকের নাবালিকা কন্যার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।মূলত  পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে। প্রাথমিক ভাবে নাবালিকার চলতি বছরে ২২ এপ্রিল  পুরুলিয়ার মফস্বল  থানাতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেন ইন্ডিয়ান পেনাল কোড  এর ৩৬৩ ও ৩৬৫ ধারা অনুযায়ী। নাবালিকার পিতার অভিযোগ পুলিশ তার কন্যা পুনরুদ্ধারের জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। গত ১৬ ই আগস্ট নাবালিকার পিতা  পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা  দাখিল করেন। সুকদেব বাবুর মূল অভিযোগ তার নাবালিকা কন্যা কে তার গৃহশিক্ষক দেব দেঘরিয়া গাড়িতে করে তুলে নিয়ে যায়। তার মূল অভিযোগ ঐ গৃহশিক্ষকের বিরুদ্ধে। সুকদেব বাবু পুলিশের দিক থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। সুকদেব বাবুর আইনজীবী সোমা চক্রবর্ত্তী জানান -“এই নিখোঁজ কন্যার মামলা আগামী ২৯ আগস্ট  মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ঘরে ডিভিশন বেঞ্চে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *