সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত সিন্দরীতে সিন্দরী ভারততীর্থ ক্লাবের উদ্যোগে সাধুর পগার থেকে আঞ্চলিক ফুটবল ময়দান পর্যন্ত ‘যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড়’ এর ৩০ তম বর্ষপূর্তি। আজ সকাল বেলা শান্তি দৌড়ের শুভ সূচনা করেন ভারত সরকারের সংগীত নাটক আকাদেমি থেকে ‘ওস্তাদ বিসমিল্লাহ খান’ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট মহিলা ছো শিল্পী সুনীতা মাহাতো। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সিন্দরী গ্রামে, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হংসেশর মাহাতো মহাশয়।