বৈদূর্য ঘোষাল,
পর্যটনের ভরা মরসুমে রমরমিয়ে অসাধু ব্যবসা করছে ১৩ পার্বনের মত কিছু বাঙালি রেস্তোরা –
পুরী বাঙালির অন্তরের খুব কাছের ! পুরী আসেননি এরকম বাঙ্গালী খুঁজে পাওয়া ভীষণ দুস্কর ! একদিকে জগন্নাথ আর অন্যদিকে সমুদ্রের অমোঘ টান ! সেপ্টেম্বর এর ৩০ তারিখ শনিবার , 1 লা অক্টোবর, রবিবার আর 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী চোখে পড়ার মত ! পুরীতে এই 3۔ দিনে বাঙালির বিপুল জনজোয়ার চোখে পড়ার মতো ! আর বাঙালির পছন্দ সবসময় বাঙালি খাবার ! বাঙালির সেই আবেগকে কাজে লাগিয়ে পুরীতে চলছে কিছু অসাধু বাঙালি রেস্তোরার কারবার ! তাদের মধ্যে স্বর্গদ্বারের কাছে ১৩ পার্বণ অন্যতম ! এই পর্যটনের ভরা মরসুমে মানুষের পাতে পড়ছে বাসি মাছ – বাসি সবজি ! খাবারের মান অত্যন্ত খারাপ ! অভিযোগ জানালে জুটছে স্টাফ ও ম্যানেজারের দুর্ব্যবহার ! খাবারের পাকা বিল চাইলেও এরা মানুষকে দিতে অস্বীকার করছেন ! খাবার নিয়ে কোনো সমস্যা জানলে দলবল নিয়ে ঝগড়া ও গা জোয়ারি চলছে ! পর্যটকদের অনেকেই ভুক্তভোগী ! পুরীর স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে ! আগত পর্যটকদের তাদের পক্ষ থেকে এই সব অসাধু হোটেল ব্যাবসায়ীদের দোকান বর্জন করতে পরামর্শ দেওয়া হয়েছে !যদিও অভিযুক্তদের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।