এই ভরা দুযর্গে মধ্যে এন,এস,টাটা কিউকোসিন ক্যারাটের অ্যাসোসিয়েশন ওল ইন্ডিয়া গড়িয়া সংগঠনের সভাপতি নির্মল সাহা (সেনসি থেকে সিয়ান) প্রদমর্যদা পুজিত হন। তার উদ্যোগে চারদিন ব্যাপী ২৭শে মে থেকে ৩০শে মে মাসের ২০২৪ ওড়িশা পুরীতে ক্যারাটে সামার ক্যাম্পাসে আয়োজন করা হয়।এই পুরী চারদিনের ক্যাম্পের ৭০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই ক্যারাটে ক্যাম্পে।এই পাঁচ বছর সামার ক্যাম্পে ক্যারাটে সিয়ান নির্মল সাহা তার বিভিন্ন ছাত্র সেনসী পদমর্যাদাপূর্ণ ক্যারাটে দীক্ষিত গুরু পরিমল দে,দেবাশীষ মন্ডল,প্রদীপ কর্মকার,শেখ এস,কে সাইফুদ্দিন,অঙ্কিতা সাহা,সায়ন দ্বীপ সাহা,উত্তম সরকার,অমিত মাইতি,গোবিন্দ বোষ আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply