Spread the love

পুরভোটের বিজ্ঞপ্তি জারি হল। আজ থেকে আদর্শ আচরণ বিধি ও চালু হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন এর ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ দাশ আজ সকালে শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না। সচিত্র পরিচয় পত্র না থাকলে ১৬টি নথির মধ্যে যে কোনও একটি দাখিল করতে হবে ভোটারদের। সিসিটিভি থাকছে। ইভিএম মাধ্যমে ভোট নেওয়া হবে। কোভিড বিধি মেনে ভোটগ্রহণ হবে। রাত আটটা থেকে সকাল নটা পর্যন্ত মিটিং ও মিছিল নয়। ছোট সভায় অনুমতি দেওয়া হয়েছে। বড়ো মাঠে ভোট প্রচারে সায় দিয়েছে কমিশন। ইন্ডোর হলে ২০০ জমায়েত। ওপেন এয়ারে ২৫০ থেকে বেড়ে ৫০০ জনের উপস্থিতি। ভোট গ্রহণের ৭২ ঘন্টা প্রচার বন্ধ। তবে তা আজকে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সাথে ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে বৈঠকে বসছেন সৌরভ দাস। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এবং আইন শৃঙ্খলা নিয়ে ও হবে আলোচনা।আজ থেকেই মনোনয়ন দাখিল করা যাবে। ৯ ফেব্রুয়ারি জমা দেওয়ার শেষ দিন। ১০ তারিখ মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে। ১২ তারিখ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২৭ তারিখ । গণনার দিন পরে জানাবে নির্বাচন কমিশন। তথ্য ও ছবি সুবল সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *