পুনর্জন্ম চাইনা নিশ্চয়
ববি সরকার
বৃষ্টি ভেজা অনুভূতিতে যখন
ডুবন্ত মৃত শিশুর মুখ ভাসে,
তখন জীবনের ওপর বিতৃষ্ণা আসে।
জন্মদিনের তারিখে –
যখন বন্ধুর মৃত্যুর দিন লেখা থাকে,
তখনি জীবনকে নরক লাগে।
কতশত অনুভূতিতে রোজ মরেও
অনুভূতিহীন হতে পারিনি আজো!
জীবন তুমি এমনি করেই কেন
নতুন নতুন যন্ত্রণা দিয়ে সাজো?!
আমার প্রফাইলের কভারটা আজো সেই,
যার কলমের মূলে স্নেহধন্য বোনটি আর নেই।
এভাবেই বারবার মরে বাঁচার চেষ্টাকে
যদি জীবন বলা হয়,
তবে আর নয়,
এই জনম যেন আমার শেষ জনম হয়।
আঘাতের পর আঘাত বলে যায়
কষ্টরা সীমাহীন অক্ষয়,
অসুখে ভরা জীবন দেখেই আমি ,
পুনর্জন্ম চাইনা নিশ্চয়।।