পুজোয় বস্ত্র দান ভারত সেবাশ্রম সঙ্ঘের
ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিদ্ধিবেরিয়া প্রণবানন্দ গ্রামীণ সেবা কেন্দ্রের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের সিদ্ধিবেড়িয়া অঞ্চলে প্রায় এক হাজার মানুষকে পূজোর আগে নতুন বস্ত্র দান করা হলো।
স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার এই বস্ত্র তুলে দেন গরিব ও পিছে মানুষদের হাতে তুলে দেন।উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দেবর্ষি ব্যানার্জী ও সংঘের সদস্য সতীনাথ হালদার সহ বিশিষ্ট মানুষ।