দুস্থদের বস্ত্রবিলি মেমারিতে
সেখ সামসুদ্দিন,
; মেমারির সমাজসেবী সংস্থা আঁচলের পক্ষ হতে শারদ উৎসবের প্রাক্কালে দুঃস্থদের বস্ত্র বিতরণ। বুধবার তাদের উত্তরণ নামে একটি পুস্তিকা প্রকাশ করি হয় ও ‘থিমসঙ’ এর সিডি প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন মেমারির পুরপ্রশাসক স্বপন বিষয়ী, আইএনটিটিইউসি নেতা সুকান্ত হাজরা, পর্বত আরোহী সেখ নওয়াজ ও ওমর ফারুক, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক ও ইমপার ডেপুটি প্রেসিডেন্ট রামকৃষ্ণ হাজরা সহ পরশ পাথর, স্বপ্ন ফাউন্ডেশন, দরদীয়া, দধিচীর সদস্য, আঁচলের সভাপতি বুবাই চক্রবর্তী, সম্পাদক সেখ সজাহান সহ ৫২ জন সদস্য। এদিন এই অনুষ্ঠানের মধ্যে একটি স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডার চালু করা হয়। আঁচল সদস্য সন্দীপ রায় জানান -“একশোটি ন্যাপটিন বিনামুল্যে ভেন্ডার থেকে সংগ্রহ করতে পারবেন পথে বের হওয়া নারীরা”।