খায়রুল আনাম,
বীরভূম : সোশ্যাল মিডিয়ায় পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে, ভুল লিখে ফেলেন দুবরাজপুরের পদুমা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরঞ্জন ঘোষ। তিনি পদুমার পরিবর্তে লিখে ফেলেন পদমা। আর এ নিয়েই তৃণমূল কংগ্রেসের দু’টি গোষ্ঠীর মধ্যে বেধে যায় বিবাদ ও বাদানুবাদ। ঘটনার জেরে দলেরই একাংশ নিরঞ্জনবাবুর বাড়িতে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে প্রথমে আনা হয় দুবরাজপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে তাকে স্থানান্তরিত করা হয়েছে সিউড়ির জেলা সদর হাসপাতালে। দুবরাজপুর থানায় এ ব্যাপারে ২০ জনের নামে অভিযোগও দায়ের করা হয়েছে। এদিকে নিরঞ্জনবাবুকে দলেরই একাংশ আর তৃণমূল কংগ্রেসের নেতা বলে মানতেও অস্বীকার করেছেন। এ নিয়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।