দুর্গাপূজার বোনাসের দাবিতে কলিয়ারির শ্রমিকেরা উৎপাদন ও পরিবহন বন্ধ করে দেয়
কাজল মিত্র :- ইসিএল সালানপুর এলাকার ডাবর কোলিয়ারিতে কর্মরত বেসরকারি আউটসোর্সিং কোম্পানি আরএলএ-এসটিএ (জয়েন্ট ভেঞ্চার) কোম্পানির প্রায় ১৮০ জন কর্মী দুর্গাপূজার বোনাসের দাবিতে শনিবার সকাল থেকে ডাবর কোলিয়ারির উৎপাদন ও পরিবহন বন্ধ করে দেয়। শ্রমিকদের অভিযোগ যে কোম্পানিটি গত ৭ তারিখে বোনাস প্রদানের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে। এখন কোম্পানি বলছে পুজোর পরে বোনাস দেওয়া হবে। শ্রমিকরা জানান, আউটসোর্সিং কোম্পানি ব্যবস্থাপনার সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে অত্যাচার করছে। পুজোর পরে যদি আমরা বোনাস পাই, তাহলে আমরা কীভাবে উৎসব পালন করব।এবিষয়ে শ্রমিকরা স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC (KKSC) নেতা দীনেশ লাল শ্রীবাস্তবের কাছে একই বিষয়ে অভিযোগ করেন।বিষয়টি প্রসঙ্গে কেকেএসসি নেতা দীনেশ লাল শ্রীবাস্তব বলেন, পুজোর আগে শ্রমিকদের বোনাস না দেওয়া নিন্দনীয়। এটা সহ্য করা হবে না। শ্রমিকদের কল্যাণের জন্য লড়াই KKSC এর প্রথম অগ্রাধিকার। যাইহোক, KKSC সংগঠন কখনই কোলিয়ারি বন্ধ বা ধর্মঘটের পক্ষে নয়।তিনি বলেন, বিষয়টি নিয়ে ইসিএল ম্যানেজমেন্ট এবং প্রাইভেট আউটসোর্সিং কোম্পানির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।যাতে শ্রমিকদের উৎসব নষ্ট না হয়। এদিন এই কর্মসূচিতে দিলীপ সিং, রাহুল মণ্ডল, কাজল বাউরি, সুনীল সিনহা, বিদ্যুত দাস সহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।