পুজোর ঠিক আগেই ছোট ছোট শিশুদের নতুন জামা কাপড় দিয়ে উপহার দিলেন হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা নামক সংস্থা।

শুভ ঘোষ,

আজ গণেশ চতুর্থী উপলক্ষে জয়রামপুর জলা রোড বিজি- প্রেস বেহালা এলাকায় হেলপিং হ্যান্ডস অফ কলকাতা চতুর্থতম বর্ষ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বস্ত্র বিতরণের ও ভোগ প্রসাদ বিতরন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে হেল্পিং হ্যান্ডস অফ কলকাতার সম্পাদক দিলীপ দাস ও সভাপতি কৃষান জসওয়াল,প্রধান উপদেষ্টা ছিলেন অঞ্জন দাস প্রাক্তন কাউন্সিল,প্রধান অতিথি সৃতেশ ভৌমিক স্বেচ্ছাসেবী, অভিনেত্রী মধুমিতা চ্যাটার্জী,অরিন্দম চ্যাটার্জি অভিনেতা,দিব্যেন্দু সেনগুপ্ত উপস্থিত ছিলেন।এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২১০ জন ছোট ছোট শিশুদের
তাদের উপস্থিতিতে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি আরো বেশি আকর্ষণীয় এবং আলোকিত হয়ে ওঠে।এর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply