পুজোর আগে শিশু ও হোমের মহিলাদের বস্ত্র উপহার
সেখ সামসুদ্দিন, ১৯ সেপ্টেম্বরঃ পুজোর আগে মেমারি ১ ব্লকের কলানবগ্রাম শিক্ষা নিকেতনের শিশু ভবনের ছাত্রছাত্রীদের ও নিবেদিতা হোমের মহিলাদের বস্ত্র উপহার দেওয়া হয়। মেমারির সন্তান বর্তমানে সুদূর আমেরিকায় নিভাডায় কর্মরত প্রবাসী কার্ডিওলজিস্ট চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ-এর আর্থিক সহযোগিতায় সমাজসেবী সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় ৩২ জন শিশু সহ হোমের ১৮ জন মহিলার মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয় প্রতি বছর। শিশুদের পোশাকের সঙ্গে একটি করে কেক ও ক্যাডবেরি দেওয়া হয় এবং হোমের মহিলাদের শাড়ি, সায়া, ব্লাউজ, এবং ছোটদের ফ্রক ও সালোয়ার কামিজ সহ সাবান, শ্যাম্পু, নারিকেল তেল, পাউডার, কেক ও বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষা নিকেতন ও নিবেদিতা হোমের সেক্রেটারি রীনা হাঁটি, সমাজসেবী সেখ সামসুদ্দিন, সামসদ আলগম পরী, হোমের সুপারিনটেনডেন্ট চম্পা মুদী সহ কর্মীবৃন্দ এবং শিশু ভবনে শিক্ষিকাবৃন্দ। রীনাদেবী ও চম্পা মুদী হোম পরিচালনা ও শিশুদের পরিষেবায় বিভিন্ন সমাজসেবী ও সংস্থার সহায়তার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।