পুজোর আগে ওড়িশার শাড়ির সঙ্গে সিলভার গহনার প্রদর্শনী

আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। তাই পুজোর আগে মানুষের কাছে আধুনিক ডিজাইনের সিলভার জুয়েলারি ও ওড়িশার বিখ্যাত সব শাড়ির সম্ভার নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল এক বিশেষ প্রদর্শনী। রাসবিহারী এভিনিউ তে এই অভিনব প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ডিজাইনার সুজয় প্রসাদ চ্যাটার্জী।
উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপিকা মানসী রায়চৌধুরী সহ বহু বিশিষ্ট মানুষ।
ইদনানা ক্রিয়েশান্স ও ভানিবৃতের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীতে
ওড়িশার সম্বলপুরি ইক্কত শাড়ি,গোপালপুরি তসর, ন্যাচারাল ডাইড কোর্টপাট সহ ওড়িশা রাজ্যের নানা বিখ্যাত শাড়ির সম্ভারের সঙ্গে হরেক কাস্টমাইজড সিলভার জুয়েলারির মেলবন্ধন দেখতে ভীড় জমান বহু মানুষ।

Leave a Reply